Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে কোটি টাকার চোরাচালানি পণ্য আটক

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোলের বিভিন্ন সীমান্ত থেকে ৪ কোটি টাকার চোরাচালানী পন্য আটক করেছে। বাংলাদেশে প্রবেশের সময় গত দু মাসে এসব পন্য আটক করা হয়। ৪৯ বার্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান জানান, আটক পন্যের মধ্যে রযেছে, ভারতীয় শাড়ি, থ্রী পিচ,মোটর পার্টস, তৈরী পোষাক, প্রসাধন সামগ্রী রয়েছে। তাছাড়া ২২৩ ভরি সোনার বার, ৬৬৪৯ বোতল ফেনসিডিল, ১১১২ পিচ ইয়াবা, ৪২২ কেজি গাজা ও ১৭৫ বোতল ফেনসিডিল সহ ১০ জনকে আটক করা হয়।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ১৩৭ জন নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭৫ জন নারী, ২৫ জন শিশু ও ৩৭ জন পুরুষ রযেছে এ সময় ৬ জন পাচারকারী সহ ২৫ টি মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ