Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে পনের বছরের মাদরাসাছাত্রীর পেট থেকে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : মাদরাসা ছাত্রী পনের বছরের কিশোরী নাসরিন আক্তারের পেট থেকে শল্য চিকিৎসক প্রায় ১০কেজী লম্বাকৃতির টিউমার বের করলেন। বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে ঘন্টা দুয়েকের অস্ত্রপচার শেষে নাসরিনের জ্ঞান ফিরেছে প্রায় ৫ঘন্টা পরে। এখন সে ক্রমশ সুস্থ্য হয়ে উঠছে বলে হাসপাতাল সূত্রে বলা হয়েছে। আজন্ম নানা উপসর্গ আর শারিরিক কষ্টের পরে নাসরিন এখন হয়ত কিছুটা সুস্থ্য-স্বাভাবিক জীবন ফিরে পাবে বলে তার বাবা-মা আশা করছেন।
জন্ম থেকেই নাসরিন পেটে ব্যাথা সহ পায়খানা-প্রস্রাবের সমস্যায় ভুগছিল। আজন্ম তার পেটে ব্যাথা সহ নানা উপসর্গ লেগেই ছিল। বরগুনার পাথরঘাটার নাচনা পাড়া গ্রামের লিটন ফরাজীর মেয়ে নাসরিন স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন সহ বরিশাল মেডিকেল কলেজের অনেক চিকিৎসকের চিকিৎসা গ্রহন করেও কোন সুফল পায়নি। সকলেই নাসরিনকে শুধু এসিডিটির ওষুধ দিয়ে বছরের পর বছর চিকিৎসা করেছেন। আর যেকোন চিকিৎসকের কাছে যাবার পরে হাজার হাজার টাকার পরিক্ষা-নিরিক্ষায় সর্বশান্ত হয়েছেন নাসরিনের বাবা কুয়াকাটার ফুটপাতে চটপটি বিক্রেতা লিটন ফরাজী। এমনকি অতি স¤প্রতি এক চিকিৎসকরে পরামর্শে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চারদিন কাটিয়েও কোন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা না পেয়ে নাসরিনের বাবা মেয়েকে নিয়ে সেচ্ছায় হাসপাতাল ছেড়েছেন ।
পথে এক ইজিবাইক চালক তাকে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে শল্য চিকিৎসক ডাঃ মনিরুল আহসানের কাছে নিয়ে যান। ডাঃ আহসান নাসরিনের অল্ট্রাসোনো রিপোর্ট দেশে তার পেটে বড় মাপের একটি টিউমার সনাক্ত করেন এবং দ্রæত অস্ত্রপচারের সিদ্ধান্তের কথা জানান। সোমবার বিকেল ৪টা থেকে অস্ত্রপচার শুরু হয়। প্রায় ঘন্টা দুয়েকের অপারেশন শেষে নাসরিনকে পোষ্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়। ঐদিন মধ্য রাতের পরে তার জ্ঞান ফেরে। ধীরে ধীরে সে সুস্থ্য হয়ে উঠছে। এখনো তার মুখে কোন খাবার দেয়া হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ