Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমামকে কুপিয়ে আহত করায় ৩ জনকে আসামি করে মামলা

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা   : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাদিয়ানি (আহম্মেদীয়া) সমর্থিত মসজিদের ইমামের ওপর হামলার ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ওই মসজিদের ভারপ্রাপ্ত ইমাম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি করে। জানা যায়, গত সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর মধ্যপাড়া গ্রামে আহম্মেদীয়া মসজিদের পেশ ইমাম ও মুয়াজ্জিন মোস্তাফিজুর রহমান (৩৫) এর উপর ওঁৎ পেতে থাকা ৩ সদস্যের দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। গুরুতর অবস্থায় ইমামকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় ওই মসজিদের ভারপ্রাপ্ত ইমাম হাজারী আহাম্মেদ আল মুমীন বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ও ২জন অজ্ঞাত নামা রেখে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ইসলামপুর গাফুরীয়া মাদ্রাসার ছাত্র, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আ: আহাদ মোহাম্মদ উল্লাহ (২০) আটক করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, ইমামকে হত্যার চেষ্টা ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে, অন্যন্যাদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ