Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে

মাদারীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে অপহরণ মামলা

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : সংবাদ প্রকাশের জেরে মাদারীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে অপহারণ মামলা দিয়েছে একটি প্রভাবশালী মহল। সাংবাদিকদ্বয়ের বিরুদ্ধে এই মিথ্যে মামলা দেয়ায় ফুঁসে উঠেছে মাদারীপুরে কর্মরত সাংবাদিক সমাজ। মিথ্যে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবী জানিয়েছে সাংবাদিকরা।
‘ভদ্রখোলা আলোচিত ৫ খুনের বিচার হয়নি র্দীঘদিনেও’ এই শিরোনামে ৮ মে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকার হওয়ায় একটি প্রভাবশালী মহল ক্ষুদ্ধ হয়। ওই এলাকার একাধিক হত্যা মামলার আসামীরা সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের মালেক হাওলাদারের স্ত্রী তহমিনা বেগমকে দিয়ে গত মঙ্গলবার একটি অপহরণ মামলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করে। পরে ম্যাজিস্ট্রেট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছে। মামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর এর মাদারীপুর জেলা প্রতিনিধি বেলাল রিজভী ও দৈনিক খবর এর জেলা প্রতিনিধি আক্তার হোসেন বাবুলকে আসামী করা হয়। এছাড়া এই সংবাদে যারা বক্তব্য দিয়েছে, তাদেরও মামলায় আসামী করা হয়েছে। এতে চরম ক্ষুদ্ধ হয়ে উঠেছে মাদারীপুরে কর্মরত সাংবাদিক সমাজ। তারা অচিরেই এই মিথ্যে মামলা থেকে দুই সাংবাদিকসহ অন্য আসামীদের অব্যাহতির দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ