Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে দিনব্যাপী অনলাইন ভ্যাটের প্রচারাভিযান

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে দিনব্যাপী ‘আইলো দেশে নয়া আইন, ভ্যাট অইলো অনলাইন’ নতুন পদ্ধতিতে অনলাইনে ভ্যাট কার্যক্রমের প্রচারণা চালানো হয়েছে। সিলেট কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেলের কর্মকর্তারা গত মঙ্গলবার পৌরসভা ও ইসলামপুর ইউনিয়নে এ প্রচারণা কার্যক্রম চালানো হয়। সিলেট রাজস্ব কর্মকর্তা নন্দীরাম লাল, হুসাইন আহমদ তালুকদারও বাবু শুকান্ত সিংহ পরিচালিত জনসচেতনতামূলক প্রচারাভিযানে পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান, সদস্য, বিভিন্ন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীসহ সমাজের সকল শ্রেণী ও পেশার লোকজনের সাথে মতবিনিময় করা হয়। ১লা জুলাই ২০১৭ইং থেকে দেশব্যাপী নতুন পদ্ধতিতে ‘অনলাইন ভ্যাট সিস্টেম’ তথা অনাইনে ভ্যাট পরিশোধ কার্যক্রম চালু হতে যাচ্ছে। এব্যাপারে ব্যবসায়িসহ সকল শ্রেণীর লোকজনের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেট অঞ্চলে বিভাগীয় কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট এর পক্ষ থেকে প্রচারাভিযানের ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ