Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতলক্ষ্যা পাড়ে ‘চৌরঙ্গী ইকোপার্ক’ বন্ধের দাবি বাপার

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের খানপুরে বরফকল এলাকায় শীতলতক্ষার তীর দখল করে গড়ে তোলা চৌরঙ্গী ইকোপার্ক বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সংগঠনটি বলছে, নদী রক্ষা আইন ও প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে অবৈধভাবে পার্কটি গড়ে তোলা হয়েছে।বুধবার পার্কটি পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তাদের এ দাবির কথা জানান সংগঠনের শীর্ষ নেতারা।
গতকাল বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিনের নেতৃত্বে সংগঠনের একটি দল পার্কটি পরিদর্শন করেন। এসময় আরে উপস্থিত ছিলেন- বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, বাপা’র জেলা শাখার সভাপতি এডভোকেট এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক তারেক বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় পার্কের মালিক কাজী আব্দুস সাত্তারও তাদের সাথে ছিলেন।
বাপার নেতারা এসময় আরও বলেন, পার্কটি শীতলক্ষ্যা নদীর ফোরশোর এলাকায় অবস্থিত। হাইকোটের নির্দেশনা অনুযায়ী ফোরশোর এলাকায় এ ধরনের স্থাপনা নির্মাণ অবৈধ। এছাড়া পার্কের ভেতরে শীতলক্ষা নদীর দুইটি সীমানা পিলার পার্ক কর্তৃপক্ষ উঠিয়ে ফেলেছে। সীমানা পিলারের তদারকি জেলা প্রশাসনের করার কথা থাকলেও তারা তা যথাযথভাবে পালন করছে না। এ পার্ককে ইকোপার্ক বলা হলেও এটি কোনো ইকো পার্ক নয় বরং এটি একটি বাণিজ্যিক পার্ক। তারা এখানে প্রকৃত ইকোপার্ক নির্মাণ করে জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবী জানিয়ে আসছে।
২০১৪ শীতলক্ষ্যা নদীর সীমানা পিলারের ভেতরে দুই একর তেইশ শতাংশ জায়গা বিআইডবিøউটিএ’র কাছ থেকে লিজ নিয়ে এ পার্ক নির্মাণ শুরু হয়। তখন থেকেই নদীর জায়গা অবৈধভাবে লিজ দেয়া ও নদীর জায়গায় পার্ক নির্মাণের প্রতিবাদ জানিয়ে আসছে নারায়ণগঞ্জের পরিবেশবাদিরা।
চলতি বছরের ১৩ এপ্রিল নৌ-মন্ত্রী শাহজাহান খান পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরআগে থেকেই পার্কটি বাণিজ্যিকভাবে চলে আসছিল। শুরুতে পার্কটি চৌরঙ্গী ফ্যান্টাসী পার্ক নামে তাদের যাত্রা শুরু করে। এরপর পরিবেশবাদীদের সমালোচনার মুখে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাবিøউটিএ) পার্কটির নাম চৌরঙ্গী ইকোপার্ক নামকরণ করেন।



 

Show all comments
  • liakat ১২ মে, ২০১৭, ২:১৩ এএম says : 0
    green field or playing field is better than park
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ