Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট মাস পর আদালতের নির্দেশে লাশ উত্তোলন

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরার শালিখা উপজেলার পুখুরিয়া গ্রামে আট মাস পর কবর থেকে হাবিবুর রহমান(১৯) নামের এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। গত সোমবার পুকুরিয়া গ্রামের পারিবারিক কবর স্থান থেকে আদালতের নির্দেশে তার লাশ উত্তোলন করা হয়েছে। জানা যায়, ২০১৬ সালের ৩০ আগষ্ট পুকুরিয়া গ্রামের এক পরিত্যক্ত বাগান থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় হাবিবুর রহমানের লাশ উদ্ধার করে শালিখা থানা পুলিশ। এরপর লাশের ময়না তদন্ত উপেক্ষা করে সামাজিক সিদ্ধান্তে দাফন সম্পন্ন করা হয়। পরবর্তীতে নিহত হাবিবুর রহমানের পিতা আখের আলী বাদী হয়ে মাগুরার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় এ মৃত্যু রহস্য জনক। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হতে পারে। আদালত লাশের ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী কবর খুড়ে হাবিবুর রহমানের লাশ উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা নির্বাহি ম্যাজিট্রেটঢ় নিতিশ চন্দ্র, শালিখা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, এসআই আশিকুল ইসলাম, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ