বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উত্তেজনার মধ্যে মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলনে সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শামছুর রহমান এর নাম ঘোষনা করা হয়েছে। কমিটি গঠন নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে নেতৃবৃন্দ সম্মেলন স্থান ত্যাগ করে স্থানীয় আছাদুজ্জামান অডিটরিয়ামে এসে কমিটি গঠনের কাজ শেষ করেন। তবে এখানে আরো উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিলে স্থান ত্যাগ করে ঢাকায় ফিরে আসার পথে কমিটির ঘোষনা দেয়া হয়। দীর্ঘ সাত বছর পর এ কমিটি গঠন করা হল। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্ভোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওহহাব এমপি, কামরুল লায়লা জলি এমপি, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধান মন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।