Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে দুর্ধর্ষ ডাকাতি ৫০ ভরি স্বর্ণালংকার লুট

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : গৃহকর্তার অনুপস্থিতির সুযোগে নাটোর সদর উপজেলার চৌধুরি বড়গাছায় একদল দুর্বৃত্ত একটি বাড়িতে ঢুকে ৫০ ভরি স্বর্ণালংকার লুট করেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত ব্যবসায়ী আবুল কাসেমের বাড়িতে ঢুকে ভেতরে থাকা মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে স্বর্ণালংকার লুট করে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, বাড়িটির মালিক আবুল কাসেম স্ত্রীসহ চিকিৎসার জন্য ভারতে যাওয়ায় বাড়িটিতে তাদের দুই মেয়ে, শাশুড়ি ও কাজের বুয়া ঘুমিয়ে ছিল। রাত ৩ টার দিকে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত কালো কাপড়ে মুখ ঢেকে জানালা ভেঙ্গে ওই বাড়িতে ঢুকে। তাদের উপস্থিতি টের পেয়ে সকলে জেগে গিয়ে চিৎকার করতে শুরু করে। এসময় দুর্বৃত্তরা তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত-মুখ বেঁধে আলমারীর তালা ভেঙ্গে ৫০ ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। পার্শ্ববর্তী বউ বাজার এলাকা দিয়ে পালানোর সময় এক শ্রমিক দুর্বৃত্তদের থামতে বললে তাকে পিটিয়ে হাত-পা বেঁধে পাশের আখ ক্ষেতে ফেলে রাখে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ