Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীকে নির্যাতনে কেসিসি উপ-সহকারী প্রকৌশলীসহ চারজনের বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উপ-সহকারি প্রকৌশলী আবু সালেহ পাটোয়ারীসহ চারজনকে আসামী করে মামলা হয়েছে। নির্যাতিত স্ত্রী মুসলিম নেওয়াজ অ্যানি বাদী হয়ে পৃথক দু’টি মামলা করেন। গত ২ মে মহানগরীর বানরগাতী মেটেপুল এলাকার বাসিন্দা আলি নেওয়াজের মেয়ে মুসলিম নেওয়াজ অ্যানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল খুলনায় মামলা করেন। শুনানী শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে মামলা হিসেবে রেকর্ড করার জন্য আদেশ দেন। মামলার অন্যান্য আসামীরা হল- রূপসা উপজেলার তিলক গ্রামের মৃত হোসেন পাটোয়ারীর স্ত্রী ছালেহা বেগম, ইসরাইল হোসেনের ছেলে আনিছুর রহমান ও তার স্ত্রী ফাতেমা আক্তার মনি।
অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২৩ জুন দেড় লাখ টাকা কাবিনমুলে তাদের বিয়ে হয়। পরে তাদের পরিবারে পুত্র সন্তান জন্ম হয়। যার এখন বয়স ৩ বছর। বিয়ের সময় আবু সালেহকে যৌতুক বাবদ দু’লাখ টাকা বিভিন্ন জিনিসপত্র ও নগদ এক লাখ টাকা প্রদান করেন। যৌতুক লোভী আবু সালেহ অন্যান্য আসামীদের কু-প্ররোচনায় জমি ক্রয়ের জন্য দু’লাখ টাকা দাবি করেন। গরীব পরিবার টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় আবু সালেহ নানা অজুহাতে অ্যানির ওপর নির্যাতন শুরু করে। একপর্যায়ে আবু সালেহ তার ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করে এক কাপড়ে বাড়ী থেকে বের করে দেয়। বিষয়টি জানার পর ঘটনা মিমাংসার জন্য গত ২৬ এপ্রিল সন্ধ্যায় বাদীর বাড়ীতে সালিশীর ব্যবস্থা করে। সালিশ চলাকালে আসামীরা বাদীর ঘরে প্রবেশ করে তাকে মামলা দায়েরের অপরাথে বেধড়ক মারপিট করে। যাওয়ার সময় যৌতুকের দু’লাখ টাকা না দিলে রক্ষা হবে না বলে শাসিয়ে যায়। এলাকাবাসী ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ