Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাযহাব বিরোধীরা মুসলমানদের ঈমান আকিদা বিনষ্টে লিপ্ত

ইমাম আযম কনফারেন্সে বক্তারা

প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১১ এএম, ১০ মে, ২০১৭

চট্টগ্রাম ব্যুরো : রাবেত্বায়ে ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইমাম আযম কনফারেন্সে বক্তারা বলেছেন, ইসলামের বিধি-বিধানের ব্যাপারে অনাবশ্যক বিতর্ক তৈরি করে মাযহাব বিরোধীরা মুসলমানদের ঈমান-আকিদা বিনষ্টের পাঁয়তারায় লিপ্ত রয়েছে। গত সোমবার নগরীর মুসলিম হলে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলায়মান আনসারী কনফারেন্সে সভাপতিত্ব করেন।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন। তিনি বলেন, ইসলামের নামে উগ্রপন্থী তৎপরতা দিন দিন বাড়ছে। যারা ইমামে আ’যম আবু হানিফাসহ চার মাযাহাব মানেন না ওরা অবশ্যই পথভ্রষ্ট।
আলোচনায় অংশ নেন আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফী, আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, আল্লামা বদরুজ্জামান রিয়াদ, আল্লামা মঈনুদ্দিন নুরী আল কুরাইশী ছিদ্দিকী, আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন, আল্লামা মঈন উদ্দিন নুরী, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ