প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: আজ অভিনেতা, নির্মাতা তারিক আনাম খানের জন্মদিন। তবে জন্মদিনে তিনি ঈদের নাটকের শূটিংয়ে ব্যস্ত থাকবেন। গতকাল রাত ১২টায় স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন। তারিক আনাম খান বলেন, ‘সবসময়ই আমার স্ত্রী এবং আমার ছেলে জন্মদিনটিকে বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করে। জন্মদিনের প্রথম প্রহরেই তা শুরু হয়। সন্ধ্যার পর পরিবারের সবাইকে নিয়ে আমি বাইরে কোথাও বের হই, আড্ডা দেই, খাওয়া দাওয়া করি। এবার যেহেতু শূটিং আছে, হয়তো তেমন কিছু করার সুযোগ থাকছে না। সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি।’ এদিকে এরইমধ্যে তারিক আনাম খান নূূরূল আলম আতিকের নির্দেশনায় শেষ করেছেন ‘পেয়ারার সুবাতাস’ চলচ্চিত্রের কাজ। পাশাপাশি তিনি আহসান সারোয়ারের নির্দেশনায় ‘রং ঢং’ চলচ্চিত্রের কাজও শুরু করেছেন। রায়হান খানের নির্দেশনায় ‘প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা’, দীপংকর দীপনের নির্দেশনায় ‘টক্কর’ এবং অসীম গোমেজের নির্দেশনায় ‘উথাল তরঙ্গ’ ধারাবাহিকে নিয়মিত কাজ করছেন। তারিক আনাম খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে তানিয়া আহমেদ’র ‘ভালোবাসা এমনই হয়’। সৈকত নাসির পরিচালিত ‘দেশা দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র সৈয়দ হাসান ইমাম পরিচালিত ‘লাল সবুজের পালা’। তবে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হচ্ছে সৈয়দ সালাহ উদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।