Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শাকিবের জিডি: জায়েদ ও সাইমনের বক্তব্য

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: শাকিবের জিডিতে জায়েদ খান ও সাইমন সাদিকের নাম উল্লেখ করা নিয়ে তারা দুজনই বক্তব্য দিয়েছেন। জায়েদ খান বলেন, আমি এই খবর শুনে হতবাক হয়েছি। শাকিব খান আমার বড় ভাই। শিল্পী সমিতির সাধারণ স¤পাদক হিসেবে সব শিল্পীকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়েছে। শাকিব খান কারো দ্বারা প্ররোচিত হয়েছেন। নইলে অভিযোগপত্রে আমার নাম কেন আসবে? ওই দিন রাতে উপস্থিত সবাই দেখেছেন আমি কীভাবে শাকিব খানকে আগলে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। শাকিব খান নিজেও তা দেখেছেন। জায়েদ বলেন, আমার মনে হয় ইন্ডাস্ট্রি ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছেন কেউ কেউ। তারা আড়ালে থেকে শাকিব খানকে দিয়ে এইসব করাচ্ছেন। তাতে আমরা বিচলিত নই। চলচ্চিত্রের শিল্পী সমাজ আমার সঙ্গে রয়েছে। তারা ভালোবেসে আমাকে নির্বাচিত করেছেন। আমি ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে যেতে চাই। সাইমন সাদিক বলেন, অভিযোগপত্রে আমার নাম এসেছে তা শুনেছি। কিন্তু কী কারণে এসেছে তা বুঝলাম না। মনে হচ্ছে কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। ওই দিন রাতে উপস্থিত সবাই তা দেখেছেন। মিশা ভাই যখন শাকিব ভাইকে গাড়িতে তুলে দিতে যাচ্ছিলেন আমিও তখন সেখানে ছিলাম। মিশা ভাইকে নিজেই সহযোগিতা করেছি। চিৎকার করে সবাইকে থামতে বলেছি। অথচ এখন বলা হচ্ছে আমিও নাকি শাকিব ভাইকে মারধরের ঘটনায় জড়িত। শাকিব ভাই কারো দ্বারা প্ররোচিত হয়ে এই অভিযোগ করেছেন বলে আমার ধারণা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ