প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের অতীত দিনের অভিনেত্রী আশা পারেখ তার নিজের জীবনের কাহিনী নিজেই লিখেছেন। এই কাহিনীর নাম ‘দ্য হিট গার্ল’। তার জীবনের এই কাহিনীর নামটি ঠিক করেছেন সহ-লেখক খালিদ মোহাম্মদ। এটি নিয়ে চলচ্চিত্র নির্মান হবার সম্ভাবনা আছে। আর তাতে তার ভূমিকায় কে অভিনয় করলে সবচেয়ে ভাল করবে সেই ব্যাপারে অভিনেত্রীটি আলিয়া ভাটের কথা ভেবে রেখেছেন।
তিনি বলেছেন, “যদি আমার জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয় তাহলে যারা নির্মাণ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে।” তবে ‘দিল দেকে দেখো’ চলচ্চিত্রের নায়িকাটি বলেছেন তার জীবনকাহিনী নিয়ে যদি চলচ্চিত্র নির্মাণ হয় তাহলে তার ভূমিকায় অভিনয় করার জন্য তিনি আলিয়া ভাটকেই বেছে নেবেন। “আলিয়া হবে সঠিক বাছাই। তারুণ্যে আমি যেমন উচ্ছল আর চঞ্চল ছিলাম তার সবই আছে তার মধ্যে,” আশা বলেন।
৭৪ বছর বয়সী অভিনেত্রীটি তার সময়ে সব শীর্ষ অভিনেতার বিপরীতেই অভিনয় করেছেন। তিনি নায়ক হিসেবে যাদের পেয়েছেন তাদের মধ্যে আছেন রাজেশ খান্না, শাম্মি কাপুর প্রমুখ। তিনি জানান সব অভিনেতাদের কাছ থেকেই তিনি অনেক শিখেছেন। বিশেষ করে শাম্মি কাপুরের অবদানের উল্লেখ করেছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।