Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এজ অফ টুমরো’ সিকুয়েলে ফিরছেন এমিলি ব্লান্ট

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

২০১৪ সালের ব্লকবাস্টার মিলিটারি সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘এজ অফ টুমরো’র সিকুয়েল নির্মিত হবে বলে জানা গেছে। পরিচালক ডাগ লাইম্যান জানিয়েছেন প্রথম চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রের একটি রূপায়নকারী এমিলি ব্লান্ট এটিতেই অভিনয় করবেন।

নতুন এই ফিল্মটির নাম হবে- ‘লিভ ডাই রিপিট অ্যান্ড রিপিট’। উল্লেখ্য প্রথম পর্বটির ট্যাগ লাইন ছিল- ‘লিভ. ডাই. রিপিট’।
দ্বিতীয় পর্বে টম ক্রুজও থাকছেন। আর ব্লান্ট স্পেশাল ফোর্সের সৈনিক রিটা ভ্রাটাস্কির ভূমিকায় আরেকবার অভিনয় করবেন।
লাইম্যান ক্রুজের অভিনয়ে ‘অ্যামেরিকান মেইড’ চলচ্চিত্রটি নিয়ে কাজ করছেন। মাদক পাচারকারী থেকে গোয়েন্দাদের তথ্য সরবরাহকারীতে পরিণত ব্যারি সিলের জীবন নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।
লাইম্যান এক সাক্ষাতকারে বলেছেন : “টম এই ব্যাপারে আনন্দিত, এমিলি বøান্টও আনন্দিত। এখন বড় প্রশ্ন হল কখন আমরা এটির কাজ শুরু করব। বিষয়টি ‘যদি’ নয় ‘কখন’।”
ক্রুজ প্রথম পর্বে মেজর উইলিয়াম কেইজের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১৫তে তিনি জানিয়েছিলেন কাহিনীকার ও পরিচালককে তিনি সিকুয়েলের জন্য একটি ধারণা দিয়েছিলেন।গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ