রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মধুপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে আসন্ন উপ-নির্বাচনে জমে উঠেছে নৌকা ধানের শীষের লড়াই। নির্বাচনের আর মাত্র বাকি ৬ দিন। আগামি ১৬ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে ঝড়বৃষ্টি উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছে আ.লীগ-বিএনপি উভয় দলের প্রার্থী ও সমর্থকরা। চলছে অবিরাম মাইকিং। পোষ্টারে ছেয়ে গেছে গোটা উপজেলা। এ উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ভাইস চেয়াম্যান প্রার্থীরা দিনরাত অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী ১৬ মে অনুষ্ঠিত ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল (নৌকা) এবং বিএনপি থেকে যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম স্বপন (ধানের শীষ) প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। অসময়ের এ নির্বাচনে প্রচার প্রচারণায় গোটা উপজেলায় সৃৃষ্টি করেছে এক অন্যরকম আমেজ। তবে রাজনৈতিক বোদ্ধাদের ধারণা, বর্তমানে বোর ধান কাটার মৌসুম থাকায় কাজের চাপে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হবে। উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানান, এ উপজেলায় মোট ভোটার হলো ১ লাখ ৪০ হাজার ৭৬ জন। এর মধ্যে পুরুষ ৬৯ হাজার ১১৬ জন এবং মহিলা ভোটার হলো ৭১ হাজার ৬৪৯ জন। মোট ভোট কেন্দ্র হলো ৪৯টি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপির নিজ এলাকা। এই ধনবাড়ী উপজেলায় উপ-নির্বাচনে কে হচ্ছেন ভাইস চেয়ারম্যান? এ জল্পনা-কল্পনা এখন উপজেলার সর্বত্র। চা ষ্টল, পান দোকান, অফিস চত্তর, ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্রই চলছে এ নির্বাচনী আলোচনা। যে যাই বলুক অনেকেরই ধারনা এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা মার্কারই জয়ের সম্ভাবনা রয়েছে বেশি। এছাড়া প্রচার প্রচারণায়ও আওয়ামী লীগ প্রার্থী সাইফুল ইসলাম বেলাল এগিয়ে রয়েছেন। এদিকে বিএনপি নেতা-কর্মীদের মতে সুষ্ঠ নির্বাচন হলে ধানের শীষের জয়ী হওয়ার সম্ভবনা রয়েছে। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ধনবাড়ী পৌর মেয়র খ. মনঞ্জুল ইসলাম তপন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের মতে বিএনপির প্রার্থীর চেয়ে আওয়ামী লীগের প্রার্থী অনেক যোগ্যতা সম্পন্ন। কাজেই ভোটাররা কেন্দ্রে গিয়ে বিচার বিশ্লেষণ করে যোগ্যতা এবং বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন দেখে ভোট দিলে বিপুল ভোটে নৌকার প্রার্থী বিজয়ী হবে ইন্শাল্লাহ। উল্লেখ্য, বিএনপি মনোনীত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহর উদ্দিন গত ১২ মার্চ মৃত্যুবরণ করায় এ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে আগামী ১৬ মে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে আওয়ামী লীগ- বিএনপি ছাড়া অন্য কোন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।