রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হিলি সংবাদদাতা : দিনাজপুরের হাকিমপুর ডিগ্রি কলেজের প্রভাষক ও বোয়ালদাড় ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউজ্জামান সুজন হত্যার ১০ মাস অতিবাহিত হলেও খুনিদের আজও গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ৬ আগষ্ট/১৬ তারিখে ক্লাবের পুকুর সংস্কার করার সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে খুন হয় সুজন। এ হত্যাকান্ডের প্রধান আসামি রবিউল ইসলামকে আজও পলাতক রয়েছে। এদিকে মামলা তুলে নিতে নিহতের পরিবারকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নিহতের পরিবারের। জানা গেছে, দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকার বৈগ্রাম যুক ক্লাবের একটি পুকুর নিয়ে স্থানীয় কয়েকজন গ্রামবাসীর সাথে শফিকুল ইসলাম ও এনামুল হক এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গত বছরের ৬ আগষ্ট ঘটনার দিন ক্লাবের ওই পুকুরের কচুরি পানা পরিস্কারের কাজ দেখাশোনা করতে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষ শফিকুল ইসলাম ও তার ভাড়াকরা লোকজন লাঠিসোঠা নিয়ে সুজনের উপর আতর্কিত হামলা চালায়। তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে গোটা গ্রাম জুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হত্যাকারীরা পালিয়ে আত্মগোপন করে। এঘটনায় পরের দিন সুজনের স্ত্রী মনিষা সরকার বাদী হয়ে থানায় ১৭জনকে আসামি করে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে হত্যা মামলার এজাহারভুক্ত ১৬ জন আদালত থেকে জামিন নেয়। এদিকে নিহতের পরিবারের অভিযোগ আসামিরা জামিনে এসে তাদের এবং মামলার স্বাক্ষীদের নানা ভাবে হুমকি দিচ্ছে। অপরদিকে আসামীরা নিহতের পরিবার, সাক্ষি এবং গ্রামবাসীর বিরুদ্ধে চুরি, ভাঙচুরসহ মোট ৪টি মামলা আদালতে দায়ের করে। এতে স্বাক্ষীসহ নিহত সুজনের পরিবার নিরাপত্তা হীনতায় দিন কাটাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।