রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : সরকারের ৪০ দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে ওয়ার্ড মেম্বারের বোরো ধান কাটানোর অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, কাচিকাটা ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাঁচা রাস্তা মেরামতের জন্য প্রতি ৩ ওয়ার্ডে ৪৮ জন শ্রমিক কাজ করে থাকে। এসব শ্রমিকরা সকাল ৮ থেকে বেলা ২ টা পর্যন্ত কাজ করার কথা। কিন্তু মঙ্গলবার ২নং ওয়ার্ড মেম্বার মো: বোরহান উদ্দিন রাস্তার কাজ থেকে তুলে নিয়ে ২০ জন পুরুষ শ্রমিককে তার জমির বোরো ধান কাটার কাজে নিয়োগ করে। সেদিন বেলা ২টা পর্যন্ত ২০ জন শ্রমিক তার ধান কাটার কাজে নিয়োজিত ছিল। এ ব্যাপারে হতদরিদ্র শ্রমিক আব্দুল বারিক, মিয়াজ উদ্দিন, মোস্তফা সাংবাদিকদের বলেন, বোরহান মেম্বার দেড় বিঘা জমির পাকা রোরো ধান নিয়ে বিপাকে পড়ায় আমরা কর্মসূচির কাজ রেখে ধান কাটতে গিয়েছি। মেম্বার বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হতদরিদ্র শ্রমিকরা আমার বাড়ীতে যত ঘণ্টা কাজ করেছে তত ঘণ্টা সময় তাদেরকে রাস্তায় বেশী কাজ করিয়ে দিবো। এ ব্যাপারে কাচিকাটা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন কনকের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদেরকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি বর্তমানে ঢাকায় আছি। এলাকায় এসে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শহিদ উল্লাহ বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।