Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে খাস জমি দখলের অভিযোগ

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : সখিপুর উপজেলার নলুয়া মৌজায় ৮৬৫ দাগের খাস জমি বেদখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে যাদবপুর ইউনিয়ন ভূমি অফিস বেদখলের বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, নলুয়া মৌজার ৮৬৫ নং দাগে শাহীন দেওয়ান, হামিদ খান, জয়নাল মাস্টার, হেলাল কাজী, শফি, জাফর ডাক্তার গং পন্নী সুপার মার্কেটে নির্মাণ করে খাস জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া একই দাগে খাস জমিতে নিখিল নিজের বাড়ির পাকা টয়লেট, লুৎফর হাজি মার্কেট নির্মাণ করেছ, শামছুল হাজি, রহিম হাজি বিল্ডিং নির্মাণ করেছে, কালিপদ নাপিত বাড়ি ও আরিফ খান, মফিজ খান দোকান নির্মাণ, জাহিদুল ইসলাম জালাল ছাত্র নিবাস স্থাপন করেছে জবর দখলকৃত খাস জমি উদ্ধারে ভূমি অফিস কোন ব্যবস্থাই গ্রহণ করেনি। এ ব্যাপারে যাদবপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার মো. আমিনুল ইসলাম বলেন, হাইকোর্টে মামলার কারণে জবরদখলকৃত খাস জমি উদ্ধার করা সম্ভব হচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ