বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা ঃ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটে যুবকরা প্রতিবাদকারীকে মারধরের পর বাড়ীঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড় গাড়া গ্রামে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, তেলিগাতী গ্রামের কতিপয় বখাটে যুবক প্রায়শই ইভটিজিং করতো। বিকালের দিকে তিন ছাত্রী বাড়ীর সামনের মগড়া নদীতে গোসল করতে গেলে বখাটে যুবকরা সেখানেও ইভটিজিং শুরু করে। এ সময় বড় গাড়া গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র আলমগীর ইভটিজিংয়ের প্রতিবাদ করলে বখাটে যুবকরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। পরবর্তীতে বখাটে যুবকরা সংঘবদ্ধ হয়ে রাত সোয়া ৯টার দিকে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মৃত মানিক মিয়া, শামীম মিয়া ও সাজেদা বেগমের বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। বর্তমানে অসহায় পরিবারটি চরম নিরাপত্তা হীনতায় ভূগছে। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
পানিতে পড়ে শিশুর মৃত্যু
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের হারাকান্দি গ্রামে গতকাল সোমবার দুপুরের দিকে ডোবার পানিতে পড়ে রহমত উল্লাহ নামে দুই বছরের একটি শিশুর করুণ মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।