বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ মসিউর রহমানসহ ২০ নেতাকর্মীকে হাই কোর্টির একটি বেঞ্চ আগাম জামিন দিয়েছেন। গত ৩ মে ঝিনাইদহ পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিনিধি সভায় হামলা ও ভাংচুরের ঘটনায় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন বাদী হয়ে জননিরাপত্তা বিঘিœত আইনে এই মামলা করেন। মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই’শ জনের নামে মামলা করা হয়। মামলা দায়েরের আগেই ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়কসহ ৯ জনকে পুলিশ গ্রেফতার করে। রোববার হাই কোর্ট মসিউর রহমান ছাড়াও সাবেক এমপি আব্দুল ওহাব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা চেয়ারম্যান এম এ মজিদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, মুন্সি কামাল আজাদ পান্নু ও শৈলকুপার ওসমানসহ ২০ নেতাকর্মীকে আগাম জামিন দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।