Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুতা মোবাইল অন্তর্বাসে স্বর্ণের বার

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মোবাইল ফোন, জুতা ও অন্তর্বাসের ভেতর লুকিয়ে আনা ১১টি সোনার বারসহ ধরা পড়েছে তিন বিমানযাত্রী। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের তল্লাশিতে ধরা পড়েন। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার ও শনিবার রাতে তিনটি পৃথক ঘটনায় সোনার বারসহ গ্রেফতার হন তিন যাত্রী। তারা হলেন, হলেন চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ মহিন উদ্দিন ও মোহাম্মদ ফারুক এবং লোহাগাড়ার মোহাম্মদ নুরুল আমিন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, ওমানের মাসকাট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে প্রথমে মহিন ও পরে রিজেন্ট এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে ফারুক চট্টগ্রাম আসেন। বিমানবন্দরে পরীক্ষার সময় মহিনের অন্তর্বাস থেকে চারটি স্বর্ণের বার এবং ব্যাগ থেকে ৯৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। ফারুকের জুতার ভেতর চারটি স্বর্ণের বার পাওয়া যায়। এর আগে শনিবার রাতে এয়ার এরাবিয়া ফ্লাইটে করে আরব আমিরাতের শারজাহ থেকে আসা যাত্রী নুরুল আমিনের মোবাইল ফোন তল্লাশি করে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনজনের কাছ থেকে মোট ১ কেজি ৩৮১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ