Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে ৮শ’ বোতল ফেনসিডিলসহ আটক ২

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপভর্তি ৮’শ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, পিকআপ চালক কুমিল্লার তিতাস উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র মোঃ মুজিব(৪৫) ও হেলপার মুরাদনগর উপজেলার সাহাপুর গ্রামের মোমিন মিয়ার পুত্র মোঃ মোস্তফা (২৮)। গতকাল সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এসআই হিরণ কুমার দে’র নেতৃত্বে পুলিশের একটি দল আলকরা ইউনিয়নের গোলাইকরা এলাকা থেকে একটি পিকআপ (ঢাকামেট্রো-ন-১৪-৩২০২) আটক করে। পরে সেটি তল্লাশী চালিয়ে ৮’শ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ পিকআপ চালক মোঃ মজিব ও হেলপার মোস্তফাকে আটক করা হয়।
এদিকে নোয়াখালী সুধারাম থানার পূর্ব রামশ্রী গ্রামের সামছুর পুত্র রাসেল (২৫) ভারতীয় ২০ বোতল ফেনসিডিলসহ আটক করে থানার এসআই আরিফ হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ