Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক ব্যবসায়ীদের হাতে প্রহৃত মহিলা মেম্বার ও তার পুত্র

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি ও জেলা পুলিশের জঙ্গী, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে মাদক ব্যবসায়ীদের কাছে নির্যাতনের শিকার হলেন মহিলা ইউপি সদস্য ও তার তিন পুত্র। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন বাসস্ট্যান্ড এলাকায়। এ ব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
কাঁঠালবাড়ী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার আলেয়া বেগম (৫২) জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে মাদক বিরোধী সমাবেশ শেষে ৩ ছেলেসহ বাড়ি ফেরার পথে ফারাস উদ্দিনের পুত্র ইয়াবা ব্যবসায়ী হাবীব মিয়া, আরিফুল ইলাম, রাশেদুল ইসলাম ও মিলন মিয়াসহ অজ্ঞাত ৮/১০ জনের একটি দল আমাকে ও আমার সন্তানের উপর দেশীয় অস্ত্র¿ নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। এসময় আমার বড়পুত্র আলমগীর (৩৩), লিংকন (৩০) ও লিটুমিয়া (২৮)সহ আমাকে এলোপাথারী মারধোর করে। আমাদের আত্মচিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীরা আমার ব্যাগে রাখা নগদ টাকা ও একটি সোনার বালা হাত থেকে ছিনিয়ে নেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান জানান, ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পারভেজকে শুক্রবার ছেড়ে দেয়া হয় কারণ তার কাছ থেকে মাদক পাওয়া যায়নি। আইনুল হকের কাছ থেকে ১১টি ইয়াবা ট্যাবলেট পাওয়ায় তার বিরুদ্ধে মাদকের মামলা দেয়া হয়। পরবর্তীতে মারামারির ঘটনায় এজাহার ভুক্তদের গ্রেপ্তারে পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ