বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়ায় এক প্রবাসীর মায়ের সংবাদ সম্মেলন
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ায় এক প্রবাসীর বাড়ী-ঘর ভাংচুর করে আসবাবপত্র গুটিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ওই প্রবাসীর বিদ্যুতের মিটার খুলে নেয়ায় বর্তমানে পরিবারটি অন্ধকারে মানবেতর জীবন যাপন করছে। এঘটনায় আদালতে মামলা দায়ের করার পর ভূমিদস্যু কামাল উদ্দিন প্রবাসী মামুনের জায়গায় সীমানা প্রাচীর নির্মান করে জায়গা জবর দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে কুয়েত প্রবাসী মামুনের মাতা আনোয়ারা বেগম ভূমিদস্যু কামাল উদ্দিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ছাগলনাইয়ার কলেজ রোডে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপজেলার জয়চাঁদপুর গ্রামের মহি উদ্দিনের স্ত্রী প্রবাসী মামুনের মাতা আনোয়ারা বেগম বলেন, তার একই বাড়ীর সুলতান আহাম্মদের পুত্র কামাল উদ্দিন গংরা তাদেরকে বাড়ী থেকে উচ্ছেদ করতে বিভিন্ন সময় হামলা ও মিথ্যা মামলা দায়ের করেন। গত ২৯ এপ্রিল সকালে কামাল উদ্দিনের নেতৃত্বে নাজিম উদ্দিন, মোশারফ হোসেন বাহার ও ইকবাল হোসেন মানিকসহ একদল সশস্ত্র সন্ত্রাসী তার বাড়ী ঘরে হামলা চালিয়ে একটি বসতঘর ভাংচুর ও লুটপাট করে পিক আপ যোগে ঘরের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যায়। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ীর জায়গায় সীমানা প্রাচীর নির্মান করেন উপজেলার জয়চাঁদপুর গ্রামের সুলতান আহাম্মদের পুত্র ভূমিদস্যু কামাল উদ্দিন (৪৮)। এ বিষয়টি নিয়ে ঘটনার দিন আনোয়ারা বেগম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় ৩১৯/১৭ মূলে অভিযোগ দিলেও থানা প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আনোয়ারা বেগম বাড়ী হয়ে একটি মামলা (নং ২৩৮/১৭) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ফেনী কোর্ট থেকে উক্ত অমীমাংসিত ভূমিতে ১৪৪ ধারা জারী করেন। কিন্তু উক্ত আদেশ অমান্য করে আসামীপক্ষ ক্ষমতার অপব্যবহার করে সীমানা প্রাচীর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।
এব্যাপারে জিজ্ঞাসা করা হলে কামাল উদ্দিন জানান, আমি আমার ক্রয়কৃত মালিকীয় দখলীয় জায়গায় সীমানা প্রাচীর নির্মান করলে মামুনের লোকজন ভেঙ্গে ফেলে। তারা বহিরাগত লোকদের এনে আমাকে হুমকি-ধামকি দিচ্ছে। বর্তমানে আমি প্রাণনাশের ভয়ে নিরাপত্তাহীনতায় আছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।