Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরখাস্ত জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ স্বপদে বহাল

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : জকিগঞ্জ উপজেলা পরিষদের বরখাস্ত চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন। সরকার বিরোধী প্রচারণা, দলীয় ও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, ২০১৫ সালের ৫ জানুয়ারি নাশকতামূলক কাজে নির্দেশনা প্রদানের অভিযোগে গত ২৫ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক আদেশে তার বরখাস্তের আদেশ জারি করে তাকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে আপসারণ করা হয়।
পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করেন হাইকোর্টের সিনিয়র আইনজীবি জকিগঞ্জের সন্তান এডভোকেট দিদার আলম কল্লোল। সোমবার মহামান্য হাইকোর্টে বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খাঁনের দৈত বেঞ্চে রিট শুনানী শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ৩ মাসের জন্য স্থগিতাদেশ দেন বলে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারের আইনজীবি দিদার আলম কল্লোল নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর একটি ফৌজদারী মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় অন্য আরেক আদেশে উপজেলা চেয়ারম্যান পদ থেকে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত করেছিলো। সে সময়ও তিনি উচ্চ আদালতের আদেশে স্বপদে বহাল হয়েছিলেন।
এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে অপসারণ করেছিলো। উচ্চ আদালতের আদেশে স্বপদ ফিরে পেয়েছি। সকলের সহযোগীতা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করে যাব। অতীতেও যেমন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার ছিলাম এখনও তেমনী থাকবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ