বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : গতকাল দুপুরে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে কেন্দ্রের নির্দেশনায় আগামী ১৩মে বগুড়ায় কেন্দ্রীয় নেতা হাবিবুন্নবী খান সোহেলের অনুষ্ঠিতব্য কর্মীসভা সফলের লক্ষ্যে জরুরী সভা জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলা বিএনপির কর্মীসভা সফল করতে দলের নেতৃবৃন্দ এর মধ্যে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, লাভলী রহমান, আলী আজগর হেনা, জেলা নেতা আব্দুর রহমান, অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, একেএম তৌহিদুল ইসলাম মামুন, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুল ওয়াদুদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আব্দুল বাছেদ, কৃষকদলের এসএম রফিকুল ইসলাম, আবুল বাশার, কাজী আব্দুর রশিদ, আলীমুর রাজি তরুন, এনামুল হক নতুন, যুবদলের শহর সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের শহর সভাপতি মাহবুব হাসান লেমন, ছাত্রদলের হাসানুজ্জামান পলাশ প্রমুখ।
সভায় ১৩ মে কেন্দ্র্রের নির্দেশনায় দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের উপস্থিতিতে কর্মীসভার ভেন্যু কোথায় হবে তা নিয়ে দু’ ধরনের অভিমত আসে বক্তাদের কাছ থেকে। একটি পক্ষ সভাটি শহরের ভিতরের কোন বড় ভেন্যুতে অনুষ্ঠানের পক্ষে এবং আরেকটি পক্ষ সেটি বিএনপি নেতার মালিকানাধীন হোটেল নাজ গার্ডেন রেস্তোরাঁয় করার পক্ষে মতামত দেয়। ফলে ওই বিষয়ে কোন সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।
এছাড়া কয়েকজন বক্তা উপজেলা চেয়ারম্যান সরকার বাদল সহ কয়েকজন উপজেলা চেয়ারম্যান কেন সরকারি ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম ও মৃত্যু বার্ষিকীর সরকারি অনুষ্ঠানে যোগ দেন সে প্রসঙ্গ উত্থাপন করে কটাক্ষ মুলক বক্তব্য দিলে সভার সঞ্চালক ও দলের সাধারণ সম্পাদক তাদের ধমক দিয়ে সংযত হতে বলেন। সব বক্তাই সভা যেখানেই হোক সর্বাত্মক ভাবে তা’ সফল করার আহŸান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।