বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ^বিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগের একদিন পরেই পদত্যাগ করলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এন্তাজুল হক। গতকাল সকালে নতুন ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহানকে ব্যাক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদত্যাগ পত্র জমা দেন। মেয়াদ শেষ হওয়ার ৫ মাস আগেই পদত্যাগপত্র জমা দেয়ার ব্যাপারে তিনি বলেন, আমি অবসর প্রাপ্ত অধ্যাপক, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করছিলাম। যেহেতু নতুন ভিসি দায়িত্ব গ্রহন করেছেন সেহেতু তার পছন্দ মতো রেজিস্ট্রার নিয়োগ দেওয়ার একটা অপশন দিয়েছি।
এর আগে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর সাবেক ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের আমলে সিন্ডিকেটের মাধ্যমে এন্তাজুল হককে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়। সেই হিসেবে এখনও তার মেয়াদকাল পাঁচ মাস রয়েছে। তবে আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে বিভক্তি থাকায় দ্বিতীয়বার নিয়োগ পাওয়া প্রফেসর ড. এম আব্দুস সোবহান ও বিদায়ী ভিসি মিজানউদ্দিনপন্থীদের মধ্যে মনন্তাত্বিক দ্ব›েদ্বর কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে একাধিক শিক্ষক জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।