বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালু ও দ্রæত শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকাল ১০টা থেকে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে শুরু হওয়া এই মানববন্ধনে বক্তব্য রাখেন এড. আব্দুল হামিদ লাবলু, এড. আনোয়ার হোসেন, আব্দুস সামাদ ফকির প্রমুখ। উল্লেখ্য, শাহজাদপুর তথা সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৫ সালের ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তারই নামে দেশের ৩৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় বিশ্ববিদ্যালয়টি ভারতের শান্তিনিকেতন ও বিশ্বভারতীর আদলে প্রতিষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনের দুই বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় চালুর কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সিরাজগঞ্জের রবীন্দ্র অনুরাগীদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।