রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খুলনা ব্যুরো : দাকোপের নির্বাচিত জনপ্রতিনিধি ও আ.লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, দাকোপের কতিপয় জনপ্রতিনিধি এবং উপজেলা আ.লীগের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে গত ২৪ এপ্রিল দৈনিক প্রথম আলোয় ‘রাস্তার ইট তুলে বিক্রি করলেন চেয়ারম্যান’ এবং গত ৩০ এপ্রিল দৈনিক যুগান্তর পত্রিকায় ‘আ.লীগ নেতাদের ছত্রছায়ায় তৎপর বালুখেকোরা’ শীর্ষক প্রকাশিত পৃথক দু’টি প্রশ্নবিদ্ধ অসত্য সংবাদ বর্তমান সরকার ও দাকোপ উপজেলা আ.লীগের ভাবমূর্তি দারুনভাবে ক্ষুন্ন করেছে। প্রথম আলোয় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ২নং দাকোপ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তায় পুরাতন ইট বিক্রির অভিযোগ এবং যুগান্তরে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয়কৃষ্ণ রায় ও চালনা পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত মেয়র সনত কুমার বিশ্বাসকে জড়িয়ে অবৈধভাবে বালু উত্তোলন এবং ব্যবসায় সংশ্লিষ্টতার কাল্পনিক অভিযোগ আনা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সভাপতি রঘুনাথ রায়, দাকোপ উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ও আ.লীগ সহ-সভাপতি রনজিত কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।