Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। গতকাল সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর বাজারের নিকট সড়ক দুর্ঘটনায় নিহত হন সোনার মিয়ার মিয়া (৯০)। তিনি দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও গ্রামের মৃত আনোয়ার আলীর পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, সোমাবার সকালে ফজরের নামাজের পর যে কোন এক সময় গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিবার থেকে এ ব্যাপারে কোন মামলা করবে না বলে জানা যায়। অপরদিকে ওসমানীনগরে বাস চাপায় জসিম মিয়া (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রোববার সকাল ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কালাসারা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। জসিম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কুদুপুর গ্রামের মৃত রানা মিয়ার ছেলে ও ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক দিলদার আলীর ভগ্নিপতি। তিনি ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারের স্কুল রোডে সপরিবারে বসবাস করতেন। জানা যায়, সকাল ৮টার দিকে জসিম মোটরসাইকেল যোগে স্থানীয় গোয়ালা বাজারে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী জসিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসমানীনগর থানার ওসি সহিদ উল্যা বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ