Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক ২ মামলায় ৩ বন কর্মকর্তাসহ বরখাস্ত ১২

কাঠপাচারে জড়িত থাকার অভিযোগ

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : সুন্দরবনের কাঠপাচারের সাথে জড়িত থাকার অভিযোগে পৃথক দুটি ঘটনায় ৩ বন কর্মকর্তাসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করেছে বনবিভাগ। সুন্দরবন বিভাগের খুলনা সার্কেলের বনসংরক্ষক মো: আমির হোসাইন চৌধুরী এই বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছে। সম্প্রতি পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্প এলাকা ও শরণখোলা রেঞ্জের গোলকুপের আড়ালে গাছ পাচারের অভিযোগ উঠে। এই অভিযোগের প্রেক্ষিতে ২ টি তদন্ত কমিটি গঠন করা হয়। পৃথক ওই দুই কমিটির একটির প্রধান করা খুলনা অফিসের উপ বন সংরক্ষক বশিরুল আল মামুন এবং অন্যটির প্রধান করা হয় শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন। এই কমিটি দু’টির রিপোর্টের ভিত্তিতে পূর্ব সুন্দরবন বিভাগের ৩ কর্মকর্তাসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতরা হলো সুন্দরবন পূর্ববন বিভাগের জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: রউফ, বনপ্রহরী বিধান চন্দ্র হালদার, আলী আহম্মাদ, নৌকা চালক সুলতান হাওলাদার, শরণখোলা রেঞ্জের গোলপাতা কুপের কুপ অফিসার আমজাদ হোসেন, সহকারি কুপ অফিসার মোবারক হোসেন, বন প্রহরী হারুন অর রশিদ, আব্দুল আওয়াল, মো. বাদশা শেখ, আব্দুর রশিদ শিকদার নৌকা চালক সেলিম সরদার, নুরুল ইসলাম সহ মোট ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ