Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামী-শাশুড়ি পলাতক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রাম থেকে গতকাল সোমবার সকালে আয়েশা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। আয়েশা বেগম দক্ষিণ বড়মাছুয়া গ্রামের জেলে রুহুল আমীনের স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী রুহুল আমীন পলাতক রয়েছেন। থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ভোলমারা গ্রামের আঃ হাসেম খানের মেয়ে আয়েশা বেগমের সাথে দক্ষিণ বড়মাছুয়া গ্রামের আঃ মান্নানের ছেলে রুহুল আমীনের সাথে প্রায় চার বছর পূর্বে বিয়ে হয়। ওই দম্পতির আড়াই বছর বয়সের একটি শিশু পুত্র রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। নিহত গৃহবধূর ভাই সিদ্দিক খান অভিযোগ করেন, স্বামী রুহুল আমীনের পরকীয়া বাঁধা দেয়া ও মোটরসাইকেল ক্রয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়ে গত কয়েক মাস ধরে আয়েশাকে শারিরিক নির্যাতন করে আসছিল। এ কলহের জের ধরে গত দেড় মাস বাবার বাড়িতে থাকার পর স্থানীয় বেল্লাল ও নুরুজ্জামানের মধ্যস্ততায় গত তিন দিন আগে স্বামীর বাড়িতে আসে। রোববার রাতের যেকোন একসময় ঝগড়া-ঝাটির এক পর্যায়ে শারিরিক নির্যাতন শেষে আয়েশাকে হত্যা করে লাশ ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে রেখে স্বামীসহ শশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ