Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : চ্যানেল২৪-এর গোপালগঞ্জ প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার একযোগে গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় এসব কর্মসূচি পালিত হয়। বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গোপালগঞ্জ রিপোর্টাস ফোরামের সভাপতি এহিয়া খালেদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সিনিয়র সাংবাদিক সংবাদের গোপালগঞ্জ প্রতিনিধি রবীন্দ্রনাথ অধিকারী, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের এস এম হুমায়ুন কবীর, জেলা যুব লীগের সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ শাহাবুদ্দিন হিটু, উদিচির সভাপতি মোঃ নাজমুল ইসরাম, সেচ্ছাসেবক লীগের আহবায়ক মহসিন উদ্দিন সিকদার, ছাত্রলীগ নেতা রনি হোসেন কালু, ও নিউটন মোল্লাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তরা অনতি বিলম্বে সাংবাদিক রাজুর উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তা না হলে আগামিতে তারা আরো নানা কর্মসূচি পালনের ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ