Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিক্ষক পরিষদের আয়োজনে রবীন্দ্র জন্মবার্ষিকী

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : হৃদয় উৎসারিত আবেগ ও শ্রদ্ধায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে কুমিল্লায়। গতকাল সোমবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা সরকারি মহিলা কলেজে আলোচনা ও কবিতা পাঠের মধ্যদিয়ে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালন করা হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূইয়ার সভাপতিত্বে শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম, কুমিল্লায় তাঁর আগমনসহ বর্তমান প্রজন্মের রবীন্দ্রচর্চা নিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু তাহের। প্রধান আলোচক ছিলেন বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবু হেনা এম আব্দুল আউয়াল হাওলাদার। এছাড়াও বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক মো. আজহারুল ইসলাম ভূইয়া, যুগ্ম সম্পাদক সহকারি অধ্যাপক মোহাম্মদ মহসীন, সহকারি অধ্যাপক রীতা চক্রবর্তী ও প্রভাষক ফারুক আহম্মদ প্রমুখ। বক্তারা বলেন, আমাদের বাঙলা সাহিত্য ও সঙ্গীতের ভুবন আলোকিত করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম নোবেল বিজয়ী বাঙালি কবি। ১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভ‚ষিত হন। রবীন্দ্রনাথের গান কবিতা বাণী এ অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে প্রভূত সাহস যুগিয়েছে। রবীন্দ্রনাথের চিরায়ত রচনাসমগ্র আজীবন স্মরণের শীর্ষতায় আবিষ্ট হয়ে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ