Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে গোলাম মোস্তফা (৪০) নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমািনক ১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। গোলাম মোস্তফা স্থানীয় করেরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি পোল্ট্রি ব্যবসার সাথেও জড়িত ছিলেন। জানা যায়, ঘটনার দিন করেরহাট বাজার থেকে রাতে নিজ মোটরসাইকেল যোগে গোলাম মোস্তাফা বাড়ি ফিরছিলেন। বাড়ির উঠোনে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহতের স্ত্রী নিলুফা আক্তার (২৪) বলেন, আমার স্বামী একজন সৎ ও নিরাপরাধ লোক ছিলেন। সমাজের বিভিন্ন সমস্যায় তিনিই এগিয়ে যেতেন। তাঁর কোনো শত্রæ ছিল না। তবে কেন এই হত্যাকান্ড। আমি এর বিচার চাই। এ ব্যাপারে করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, তার কোনো রাজনৈতিক শত্রæ ছিল না। এই হত্যাকান্ডের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি করছি। জোরারগঞ্জ থানার এসআই বিপুল দেবনাথ জানান, খবর পেয়ে সোমবার ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা ও ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। এ ব্যাপারে জোরারগঞ্জ-মীরসরাই সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, এই হত্যাকান্ডটি পূর্ব শত্রæতা নাকি অন্য কোনো কারণে তা তদন্ত করা হচ্ছে। হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীদের শীঘ্রই গ্রেফতার আইনের আওতায় নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ