Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বাড়ছে পানি, ভাঙছে যমুনার তীর ঘরবাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে মানুষ

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এতে জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভাঙন। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা, শিমলা, কাজিপুর উপজেলার শুভগাছা, কাজিপুর সদর, খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগর সহ যমুনা তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ২/৩ মিটার এলাকা নদীতে বিলীন হচ্ছে। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম পানি বৃদ্ধির সঙ্গে ভাঙন প্রবণতার বিষয়টি নিশ্চিত করেন। গত বুধবার বাহুকা-শুভগাছা টুটুল মোড় এলাকায় প্রায় ১২০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পানির প্রবল স্্েরাত ও ঘূর্ণাবর্তে যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত এক সপ্তাহের ভাঙনের দেড় শতাধিক ঘরবাড়ি, একটি মসজিদ ও কয়েক হাজার হেক্টর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙনের ভয়বহতার কথা উল্লেখ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। শুভগাছা-বাহুকায় যমুনার ভাঙন সম্পর্কে উপসহকারী প্রকৌশলী বলেন, ইতোমধ্যে ওই সব এলাকায় জিও ব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। ভাঙন এলাকার স্থান যেন বৃদ্ধি না হয় সে জন্য মনিটরিং অব্যাহত আছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভাঙ্গন এলাকায় ডিসি কামরুন্নাহার সিদ্দীকা, ইউএনও শফিকুল ইসলাম, পিআইও একেএম শাহ আমল মোল্লাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ