বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের সদর উপজেলার নেবুতলার জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযান 'অপারেশন সাটল স্প্লিট' শেষ হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদের নেতৃত্বে এই অভিযানে কাউন্টার টেরোরিজম ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা অংশ নেন।
আজ সোমবার সকাল ১০টা ২৪ মিনিটে শুরু হওয়া এ অভিযান বেলা সাড়ে ১২টার দিকে সমাপ্ত ঘোষণা করেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ। এর আগে বোমা নিষ্ক্রিয়করণ দল ভেতরে প্রবেশ করে একে একে মোট আটটি বোমা নিষ্ক্রিয় করে।
এর আগে সকাল ৭টার দিকে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। আস্তানাটির আশপাশের বাড়ি থেকে লোকজনকে সরানোর পাশাপাশি গ্রামবাসীর চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এছাড়াও আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংবাদমাধ্যমের কর্মীদেরও ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে অবস্থান করতে বলা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) শাহিনুর রহমান জানান, গতকাল রোববার থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
উল্লেখ্য, ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি বাড়ি ঘিরে অভিযানের মধ্যেই জঙ্গি আস্তানা সন্দেহে রোববার ভোরে সদর উপজেলার লেবুতলা গ্রামের বাসিন্দা সরাফতের বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে এক দফা অভিযানও চালানো হয়।
পরে রাতে ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহম্মেদ জানান, সরাফতের বাড়িতে অভিযানকালে ৮টি বোমা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং দু'জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- সরাফতের বড় ছেলে দিনমজুর হাসান ও ছোট ছেলে পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র শামীম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।