Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসডিজি অর্জনে এমপিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান স্পিকারের

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সরকারের সঙ্গে এমপিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল রবিবার জাতীয় সংসদের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
কর্মশালায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শহীদুজ্জামান সরকার এব্ং মাহবুব আরা বেগম গিনিসহ এমপিরা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এতে স্বাগত বক্তব্য দেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।
বাংলাদেশ ইতোপূর্বে এমডিজির চ্যালেঞ্জ গ্রহণ করে সফলতা অর্জন করেছে জানিয়ে স্পিকার বলেন, বর্তমানে এসডিজির চ্যালেঞ্জ গ্রহণ করে ২০৩০ সালের মধ্যে তা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান। শুধু প্রবৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে দারিদ্র দূর করা সম্ভব নয়। বরং বৈষম্যহীন ও শোষনমুক্ত সমাজ বিনির্মাণই সবচেয়ে বড় কথা। তিনি একাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে এমপিদের গুরুত্বপূর্ন ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, স্ব-স্ব নির্বাচনী এলাকায় এ কর্মসূচী বাস্তবায়ন করা সম্ভব হলে এ কর্মসূচীর অগ্রগতি দৃশ্যমান হবে। তিনি সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের স্ব স্ব মন্ত্রণালয়ে এসডিজি কর্মসূচীর বাস্তবায়নে অবদান রাখারও আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ