Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সংহতি সমাবেশে নানক

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে চারদলীয় জোট সরকারের সহায়তায়
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এম.পি বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে চারদলীয় জোট সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায়। বিগত জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের নামে বিএনপি-জামায়াত জোট অগ্নিসন্ত্রাস, হত্যাযজ্ঞ, জানমালের ক্ষয়ক্ষতি করায় দেশীয় জঙ্গি ও সন্ত্রাসীরা উৎসাহিত হয়ে বিচ্ছিন্নভাবে অপতৎপরতা চালাচ্ছে। অতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাক-হায়েনাদের যেভাবে পরাজিত করা হয়েছিল, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সমূলে নির্মূল করা হবে।
গতকাল রাজধানীর শেখের টেকে আদাবর থানা আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠন ও স্থানীয় পুলিশ প্রশাসন যৌথ আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী এক সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য এনামুল হক, পুলিশের এডিসি মো. ওয়াহিদুজ্জামান, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব ও যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিন।
নানক বলেন, বাড়িওয়ালাদের তাদের ভাড়াটিয়াদের সকল প্রকার তথ্য, পূর্বে অবস্থানকৃত স্থানের ইতিবৃত্ত ও স্বভাব-চরিত্র সম্পর্কে জ্ঞাত হয়ে তা নিয়মিত স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। এছাড়া নিজ নিজ বাসা বা অফিসে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। এভাবে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ থেকে জাতিকে মুক্তি দেয়া সহজ হবে। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক গণজাগরণ সৃষ্টি করতে হবে। তিনি বলেন এ ব্যাপারে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো পরিকল্পিত ও জনবান্ধব ভ‚মিকা রাখা আবশ্যক। ইতোমধ্যে দেশের জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বস্তরের আইন-শৃঙ্খলা বাহিনী যুগান্তকারী ভ‚মিকা রেখেছে। তিনি বলেন, চারদলীয় জোটামলে আদাবর থানা এলাকা ছিল সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ব্যবসায়ী ও অনুন্নত জনপদ। বর্তমানে এ এলাকা শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেলে পরিণত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ