Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে ঠিকাদারদের মত বিনিময় সভা

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ সংযোগে দুর্নীতি বন্ধের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে নিয়োজিত ঠিকাদারদের সঙ্গে মত বিনিময় করেন। বাপবিবো সদর দপ্তরে অনুষ্ঠিত উক্ত সভায় বাপবিবোর্ডের সদস্য, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও পরিচালকসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বাপবিবোর্ডের চেয়ারম্যান বলেন, গত অর্থ বছরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৩৭ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। এ অর্থ বছরে ইতোমধ্যে ৩০ লক্ষাধিক সংযোগ প্রদান করা হয়েছে। কোন কোন মাসে ৫ লক্ষাধিক গ্রাহককে সংযোগও দেয়া হয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীগণের নিকট থেকে কতিপয় ঠিকাদার ও তার লোকজন অবৈধভাবে অর্থ আদায় করছে মর্মে প্রায়ই অভিযোগ পাওয়া যাচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে তা প্রমাণিতও হয়েছে। এই অবৈধ কর্মকান্ড মোটেই গ্রহণযোগ্য নয়। ঠিকাদারদের অনৈতিক কর্মকাÐ এবং গাফিলতির কারণে সরকারের উন্নয়ন কর্মকাÐ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এতে বাপবিবোর্ডের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। বাপবিবো চেয়ারম্যান দুর্নীতি বন্ধে সকলকে একযোগে কাজ করার আহŸান জানান। তিনি আরও বলেন, ঠিকাদার এবং তার লোকজন দুর্নীতি করলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ