বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেছেন, মামলায় আসামি হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে অপরাধি ভাবলে চলবে না। নিরপেক্ষ ও স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করতে হবে। এমনভাবে বিচার কাজ পরিচালনা করবেন যাতে জনমনে ধারনা হয় যে বিচার বিভাগ স্বাধীন। গতকাল রোববার সুপ্রিম কোর্ট সম্মেলন কক্ষে ‘বিচারিক স্বাধীনতা’ শীর্ষক তিনদিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোহাম্মদ ইমান আলী এসব কথা বলেন।
বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, আইনের মধ্যে থেকে সাক্ষ্য ও যুক্তিতর্ক পর্যালোচনা করে রায় দিতে হবে। আমাদের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। মাসদার হোসেন মামলায় সুপ্রিম কোর্ট রায়ে ১২ দফা নির্দেশনা দিয়েছেন। এটা বিচার বিভাগের স্বাধীনতার জন্যই দিয়েছেন। এছাড়া আমাদের সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক করা হয়েছে।
তিনি আরো বলেন, আপনাদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, হুমকি আসতে পারে। সরকারের কাছ থেকেও আসতে পারে। কিন্তু বিচার কাজে এসব চাপ বা হুমকি আমলে নেয়া যাবে না। মুক্ত ও নিরপেক্ষভাবে রায় দিতে হবে।
এতে আরো বক্তব্য দেন কমনওয়েলথ সচিবালয়ের আইন উপদেষ্টা মার্ক গোথরে, ইংল্যান্ডের বার্মিংহামের এক আদালতের বিচারক শামীম কোরেশী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। এসময় অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের চিফ ম্যাজিস্ট্রেট রয় রিনাউডো উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা জজ থেকে শুরু করে সহকারি জজদের নিয়ে এ সেমিনার হচ্ছে। সেমিনারে দেশের নি¤œ আদালতে ৪০ জন বিচারক অংশ নিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।