Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরিখালি হাটে দ্বিগুণ হারে টোল আদায়ের অভিযোগ

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া  অফিস : পূর্ব বগুড়ার সোনাতল্ াউপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালি হাটের বর্তমান ইজারাদারের লোকজন সরকার নির্ধারিত হারের তুলনায় দ্বিগুন অথবা দ্বিগুনেরও বেশি হারে টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে । ভুক্তভোগী ক্রেতা / বিক্রেতাদের অভিযোগ,শুধুমাত্র সরকার নির্ধারিত হারের তুলনায় বেশি হারে তোলা নেওয়ার পর  কাউকে রশিদ ও দেওয়া হচ্ছেনা ।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বাংলা সনের  বৈশাখ মাসে মধুপুর ইউনিয়নের দড়ি হাসরাজ গ্রামের মিঠু মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তি এ যাবত কালের সর্বোচ্চ  ৪ লক্ষ টাকা ডাকে হাটটি লীজ নিয়েছে । ফলে বর্ধিত ডাকের টাকা তোলার পর নিজের লাভের প্রয়োজনেই ইজারাদার অতিরিক্তি হারে টোল আদায়ের পাশাপাশি অপরাধ গোপন করতেই ইজারাদারের লোকেরা কাউকে রশিদ ও প্রদান করে না ।ভুক্ত ভোগীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইজারাদার মিঠু মিয়া কোনরকম মন্তব্য করেননি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অসিম কুমার নতুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা শাকিলা দিল হাসিন বলেন ,বর্ধিত টোল আদায়ের অভিযোগ সম্পর্কে তারা অফিসিয়ালী কিছু জানেননা। তবে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ