Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : মহানগরীর তালাইমারী নর্দানমোড়ে ব্যাটারী চালিত অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষে দুইজন মামা-ভাগ্নে নিহত হয়েছে। এদের একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক এবং অপরজন অটোরিকশার যাত্রী। নিহতরা হলো- নগরীর সাধুরমোড় এলাকার সোলেমান আলীর ছেলে বিশাল হোসেন (২১) ও তার ভাগ্নে হাসিবুল ইসলাম হাসিব (১৯)। হাসিব নগরীর কুঠিপাড়া এলাকার টুটুল হোসেনের ছেলে। জানা যায়, গতকাল দুপুরে তালাইমারী নর্দান বিশ্ববিদ্যালয়ের মোড়ে দুটি ট্রাক দুই দিক থেকে যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে অটোরিকশাটি দুটি ট্রাকের মধ্যে ঢুকে যায়। এতে দুই ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হলে সেখান থেকে ৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক দুটি আটক করেছে। তবে চালক দু’জন পালিয়ে যায়।
গৌরীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ধষর্ণের অভিযোগ
ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে শনিবার রাতে গৌরীপুর থানায় মামলা হয়েছে।  অভিযুক্ত ইউপি সদস্যের নাম আশরাফুল হক এমমাদ। তিনি উপজেলার বোকাইনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি উপজেলার নাহড়া গ্রামে। জানা যায়, ধর্ষিত কিশোরী ইউপি সদস্য আশরাফুল হকের স্ত্রীর ভাগনি। তার বাড়ি গৌরীপুর উপজেলার ভাদেরা বেতন্দর গ্রামে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সে খালার বাড়িতে ওই কিশোরী বেড়াতে গেলে ওই রাতেই আশরাফুল হক তাকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। তখন বিষয়টি পরিবার ও এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আশরাফুল। অবশেষে গত শনিবার রাত ১০টার দিকে ধর্ষণের শিকার কিশোর চাচা বাদী হয়ে গৌরীপুর থানায় অভিযুক্ত ইউপি সদস্যকে আসামি করে মামলা করেন।  তবে অভিযুক্ত আশরাফুল হক বলেন, ধর্ষণের অভিযোগ মিথ্যা। এ বিষয়ে গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহাম্মেদ বলেন, মামলা হবার পর ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ