Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তাগাছায় এসএসসির ফলাফল না পেয়ে সড়ক অবরোধ

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : মুক্তাগাছা উপজেলায় গত বৃহস্পতিবার প্রকাশিত এসএসসির ফলাফল না পেয়ে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেছে স্থাণীয় পদুরবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষাথী ও এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পদুরবাড়ি এলাকায় মুক্তাগাছা-জামালপুর সড়কের সড়ক অবরোধ করে। গতকাল রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ফলাফল পাওয়ার ব্যাপারে আশ্বস্থ করেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নায়ন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মুক্তাগাছা উপজেলার আর.কে মডেল উচ্চবিদ্যালয় ও পদুরবাড়ি উচ্চবিদ্যালয়ের মোট ১৪৩জন শিক্ষার্থী গতকাল পর্যন্ত তাদের ফলাফল পায়নি। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ