পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, রাজনৈতিক পরিচয়ে কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক ব্যবসা পরিচালনার চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। গত শনিবার নগরীর চক সুপার মার্কেট চত্বরে অনুষ্ঠিত বৃহত্তর চকবাজার বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।
মেয়র নাছির চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্য কামনা করে বলেন, চকবাজার এলাকায় স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালিত হবে। ব্যবসায়ীদের উপর কোন ধরনের জুলুম, হুমকি-ধমকি বা চাঁদাবাজি কেউ করতে চাইলে তাদের নাম ঠিকানা পুলিশ প্রশাসনের নিকট পৌঁছে দেয়ার আহŸান জানান মেয়র।
বৃহত্তর চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ বাবুলের উপস্থাপনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ চৌধুরী, খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগির আহাম্মদ, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, চকবাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সমিতির উপদেষ্টা ফারুক খালেক চৌধুরী, যুগ্ম সম্পাদক জাফর আহমদ চৌধুরী, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।