Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘১০ কা দাম’ নিয়ে ফিরছেন সালমান খান

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

টিভি উপস্থাপক হিসেবে সালমান খানের প্রথম অনুষ্ঠান ছিল সোনির ‘১০ কা দাম’। চমৎকার সব মজার মজার মন্তব্য করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি কুইজ শোটি দিয়ে। মাত্র দুই মৌসুম পরে আর অনুষ্ঠানটি প্রচার হয়নি। আট বছর পর তৃতীয় একই ‘১০ কা দাম’ মৌসুম নিয়ে ফিরছেন সাল্লু ভাই। এই অনুষ্ঠানটি দিয়েই সোনি চ্যানেলটি ভারতে টিআরপি রেটিংয়ের বিবেচনায় তৃতীয় অবস্থানে উঠে আসে। যে অনুষ্ঠান চ্যানেলটিকে এমন মর্যাদা দিয়েছিল সেটি ফিরিয়ে আনতে তাদের দ্বিধা হবে কেন? সোনির জোর তো রিয়েলিটি শোতেই। এক সূত্র বলেছে, “ফিরছে ‘১০ কা দাম’। দিন তারিখ এখনও ঠিক হয়নি। এখন সব কিছু প্রস্তুতি পর্যায়ে আছে।”
সালমান আবার উপস্থাপক হিসেবে ফিরছেন এমন কথা প্রচার হলেও চ্যানেলের সূত্র জানিয়েছে সব দিক এখনও স্থির হয়নি তার নিশ্চিত করে কিছুই বলা যাবে না। গুজব রটেছিল ‘১০ কা দাম’ অনুষ্ঠানটি আরেক জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শো’র স্থলাভিষিক্ত হবে। চ্যানেল অবশ্য এমন গুজব বাতিল করে দিয়েছে। সুনীল গ্রোভারে প্রস্থানসহ বেশ কিছু সমস্যা থাকলেও সোনি সহসাই অনুষ্ঠানটি ছাড়ছে না।



 

Show all comments
  • ফারহান ৮ মে, ২০১৭, ১১:৫০ এএম says : 0
    সালমান খান শো করলে সেটা এমনতেই জমে যাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ