প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১৮ বছর তিনি ফিল্মে অভিনয় করছেন। এরপরও ক্যামেরার সামনে দাঁড়ালে ঘাবড়ে যান অভিনেত্রী জোয়ি সালদানা। এছাড়া সামনে যে ক্যামেরা আছে সেই ব্যাপারে তিনি অতিসচেতন হয়ে পড়েন। সবাই জানে শুটিংয়ের সময় এমন অবস্থা অভিনয়শিল্পীর জন্য খুব স্বস্তির বিষয় নয়।
অভিনেত্রীটিকে এ যাবত অ্যাকশন, ড্রামা, সায়েন্স ফিকশন আর ফ্যান্টাসি ফিল্মেই দেখা গেছে। তিনি জানিয়েছেন অন্য ধারায়ও তার আগ্রহ আছে। এখন তিনি একটি কমেডি চলচ্চিত্রে কাজ করতে চান।
“ব্যাপারটা মজার, ক্যামেরা যখন নিষ্ক্রিয় থাকে আমি খুব স্বস্তিতে আমার মত করে থাকি। ক্যামেরা যখন সক্রিয় হয়ে ওঠে আমি ঘাবড়ে যায় আর সেটির ব্যাপার খুব সচেতন হয়ে পড়ি,” ‘গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু’র এক প্রেস মিটে তিনি বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।