Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেটের অগ্রযাত্রা নিয়ে ঐশী ও ইমরানের গান

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রা নিয়ে এবার গান গাইলেন সঙ্গীতশিল্পী ইমরান এবং ঐশী। আহম্মেদ হুমায়ূনের সংগীত পরিচালনায় গানটির নাম ‘বাংলাদেশ, অল দ্য বেস্ট’। গানটির কথা লিখেছেন ও ভিডিও নির্মাণ করেছেন ইফতেখার শুভ। শিঘ্রই গানটি প্রকাশিত হবে দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ ইউটিউবে। হুমায়ূন জানান, গানটির অডিও রেকর্ডিংয়ের পাশাপাশি ভিডিও শূটিংও স¤পন্ন হয়েছে। ইমরান এবং ঐশীর কণ্ঠ প্রসঙ্গে নতুন করে আসলে বলার কিছু নেই। অসাধারণ গেয়েছেন তারা। আর ভিডিওতে থাকছে বেশ কিছু চমক। এটি আসলে বাংলাদেশের অগ্রসরমান ক্রিকেট খেলাকে উৎসাহিত করার জন্য একটি প্রজেক্ট। আশা করছি দারুণ কিছু অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীদের জন্য। উল্লেখ্য, পপ ও ফোক ঘরানার কণ্ঠশিল্পী ঐশীর প্রথম একক ঐশী এক্সপ্রেস প্রকাশ পায় ২০১৫ সালে। রবিউল ইসলাম জীবনের কথায় অ্যালবামের সবগুলো গানের সংগীত পরিচালক ছিলেন ইমরান। এতে তিনটি গানে ইমরান নিজেও কণ্ঠ দিয়েছেন ঐশীর সঙ্গে। এরপর তারা আরও অনেক গান করেছেন। তবে ক্রিকেটকেন্দ্রিক গানে এবারই দুজনে প্রথম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ