Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় সাকিব হাওলাদার (১৬) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। গতকাল রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেয়ার পথে সে মারা যায়। সাকিব কদমতলা গ্রামের মৃত পুলিশ কর্মকর্তা আলতাফ হাওলাদারের ছেলে। সাকিব ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং পিরোজপুর ফাজিল মাদ্রাসার ছাত্র। কিছুদিন পূর্বে সে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিল। হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাকিব হাওলাদার, কামরুল হাসান সিয়াম (১৯) ও সাজ্জাদুর রহমান আশিক (১৭) মোটরসাইকেলে একপাই জুজখোলা গ্রাম থেকে কদমতলায় তাদের বাড়িতে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার  দিকে ইজাড়া নামক স্থানে এলে চার থেকে পাঁচ জন  লোক তাদের উপর হামলা চালায় ও সাকিবকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। ওই রাতে সাকিবকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়ার পথে আজ রোববার সকালে সে মারা যায়। কদমতলা ইউপি চেয়ারম্যান হানিফ খান বলেন, ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার কথা রয়েছে। কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। পিরোজপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: সিকদার মাহমুদ জানান, সাবিক হাওলাদারের মাথায় আঘাতের কারণে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিয়াম ও আশিক চিকিৎসা নিয়ে চলে যায়। পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ^াস জানান, ইউনিয়নের ছাত্রলীগের দুই গ্রæপের বিরোধের জেড় ধরেই এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ